২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল দুপুর ১টায় প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর (পুরান ভবন) এক সংবাদ সম্মেলন করে মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এবার ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সুয়াইয়া মোসলেম মিম। তিনি পেয়েছেন ৯২ দশমিক ৫ নম্বর। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল এই https://result.dghs.gov.bd/mbbs/ ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী। পাশ করতে ৭৯ হাজার ৩৩৭ জন। পাশে হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।