রাজধানী ঢাকার সদরঘাট টার্মিনালে ঢাকা-বরিশাল রুটে চলাচল করা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার সকালে লঞ্চটিতে আগুন লাগে। ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে ১০টা ৫৬ মিনিট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের সাতটি ইউনিট ছাড়াও বিআইডব্লিউটিএ, পুলিশ, র্যাব, আনসার ও কোস্ট গার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। তবে কিছু ধোঁয়া বের হচ্ছে এখনো। আগুনে লঞ্চ পুড়ে অনেক জায়গায় কালো কয়লার মতো হয়ে আছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি ও কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।