চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই ‘এমভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ৮ নাবিক নিখোঁজ রয়েছেন।
খবর পেয়ে শনিবার সকাল থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।
ডুবে যাওয়া জাহাজটি দেশের অন্যতম শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন।
তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে ৮ জন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে