স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ী পর্যায়ে ভোজ্যতেলের ওপর থেকে সব ধরনের মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করে নিয়েছে সরকার।
সোমবার (১৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার থেকেই এটি কার্যকর হবে এবং আগামী ৩০ জুন পর্যন্ত ব্যবসায়ীরা এ সুবিধা পাবেন।
যদিও ব্যবসায়ীরা আমদানি পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। তবে প্রজ্ঞাপনে আমদানির বিষয়ে কোনও কিছু বলা হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানিয়েছিলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
সেদিন অবশ্য অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপরে আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে।
এদিকে সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১০% ভ্যাট এবং ভোক্তা পর্যায়ে ৫% ভ্যাট কমছে। একইসঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫% ভ্যাট প্রত্যাহার করা হবে।