ইউক্রেনে রুশ হামলার ১৭ তম দিনে ইউক্রেনে সৈন্য না পাঠানোর অঙ্গীকার করেছেন পশ্চিমা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধর শুরু, পরিষ্কারভাবে বলতে চাই, ন্যাটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সঙ্গে আমরা ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো।”
শুক্রবার (১১ মার্চ) এক টুইট পোস্টে এ কথা লেখেন বাইডেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জো বাইডেন এর আগেও অনেকবার বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনাই নেই।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে আসছে বাইডেন প্রশাসন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক হামলা চালাচ্ছে রাশিয়া। এরমধ্যে রাশিয়ার অন্যতম দাবি, ন্যাটোতে যোগ দেবে না, এমন প্রতিশ্রুতি দিলেই ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করে দেবে দেশটি।