করোনাভাইরাস টিকার পূর্ণ ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে করতে পরীক্ষার আরটি পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। বাংলাদেশ থেকে বিদেশে যেতেও এ পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না। তবে যাত্রীরা যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (৮ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবিরের সই করা নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনও টিকার পূর্ণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করোনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
তবে যেসব যাত্রী ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর কোভিডের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে কোভিড পরীক্ষা করাবে বিমানবন্দর কর্তৃপক্ষ। করোনাভাইরাস পজিটিভসরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।
২০২১ সালের ডিসেম্বর থেকে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল। ফলে বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করা করোনাভাইরাস নেগেটিভ সনদ দেখাতে বলা হয়।