ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষ‍্যে আলোচনা সভা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষ‍্যে “ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন” কলকাতা চ‍্যাপ্টার এবং কল‍্যাণী মহাবিদ‍্যালয়, কল‍্যাণী, নদীয়ার যৌথ উদ‍্যোগে কল‍্যাণী মহাবিদ‍্যালয়ে দিনব‍্যাপী এক মনোজ্ঞ বিজ্ঞান আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । সঙ্গীত এবং দীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

স্বাগত ভাষণ দেন কল‍্যাণী মহাবিদ‍্যালয়ের অধ‍্যক্ষা ড. রুণু দাস এবং ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন, কলকাতা চ‍্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর মনোজ চক্রবর্তী। উদ্বোধনী ভাষণ দেন কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয়ের সহ-উপাচার্য এবং জাতীয় বিজ্ঞান কংগ্ৰেসের চিকিৎসা বিজ্ঞান শাখার বর্তমান সভাপতি প্রফেসর গৌতম পাল।

275149924 493941139028719 1919779904952931688 n ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে "আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষ‍্যে আলোচনা সভা
ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে "আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষ‍্যে আলোচনা সভা 36

প্রফেসর পাল তাঁর মনোজ্ঞ ভাষণে আমাদের দেশের বিশিষ্ট বিদূষী সমাজ বিজ্ঞানী, বিজ্ঞানী, রাজনীতিবিদদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন ১৯৩৯ সালে আমাদের দেশের প্রথম বিদূষী পি.এইচ.ডি. ডিগ্ৰিধারী জীবরসায়ণবিদ ড. কমলা সোহোনীর কথা। উল্লেখ করেন আমাদের দেশের প্রথম ডিএসসি ডিগ্ৰিধারী বিশিষ্ট বৈজ্ঞানিক এবং অধ‍্যাপিকা ড. অসীমা চট্টোপাধ‍্যায়ের কথা। বিজ্ঞানে তাঁর অবদান অসীম। তিনি ম‍্যালেরিয়ার এবং এপিলেপ্সির ওষুধ তৈরি করেছিলেন। উপমহাদেশের ঔষধী গাছগাছড়ার উপর তাঁর যুগান্তকারী কাজ আছে। তিনি ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্ৰেসের ১৯৭৫ সালের সাধারণ সভাপতি।

এছাড়াও প্রফেসর পাল নারীর ক্ষমতায়ণে আমাদের দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্ৰামী এবং প্রথম মহিলা মুখ‍্যমন্ত্রী উত্তরপ্রদেশের শ্রীমতী সুচেতা কৃপালিনী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আমাদের রাজ‍্যের প্রথম মহিলা মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নারী ক্ষমতায়নে এবং শিক্ষার প্রসারে বিংশশতাব্দীর প্রথম দশকে রোকেয়া সাখাওয়াত হোসেনের এবং হাজী মোহাম্মদ মহাসিনের দিদি মুন্নাজান খানমের কালজয়ী কীর্তি এবং অবদানের কথা তুলে ধরেন।

- বিজ্ঞাপন -

প্রফেসর পাল তাঁর ভাষণে আরো বলেন যে দেশের উন্নতিতে নারী এবং পুরুষ উভয়ের অবদান জরুরী এবং একে অন‍্যের পরিপূরক। দেশ এবং সমাজের উন্নতিতে বিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাহিত‍্য, কলাবিভাগ সবার অবদান জরুরী। এদিন বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ফারুক আহমেদ। তিনি মায়েদের ভূমিকার কথা গুরুত্ব দিয়ে তুলে ধরেন।

আলোচনাসভার দ্বিতীয়ার্ধে বক্তব‍্য রাখেন ইণ্ডিয়ান সায়েন্স কংগ্ৰেস অ্যাসোসিয়েশন, কলকাতা চ‍্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর মনোজ চক্রবর্তী। প্রফেসর চক্রবর্তী তাঁর মনোজ্ঞ আলোচনায় আমাদের দেশের বিজ্ঞান এব়ং প্রযুক্তির সামগ্ৰিক চিত্র তুলে ধরেন। তিনি আমাদের দেশের বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানী যেমন কলেরা টক্সিন আবিষ্কারক ড. শম্ভুনাথ দে, বিশিষ্ট রসায়নবিদ ড. অসীমা চট্টোপাধ‍্যায় প্রমুখের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কল‍্যাণী বিশ্ববিদ‍্যালয়ের উদ্ভিদবিদ‍্যা বিভাগের অধ‍্যাপিকা ড. নীরা সেন সরকার জীব বৈচিত্র নিয়ে মনোগ্ৰাহী বক্তব‍্য রাখেন। ধন‍্যবাদ জ্ঞাপন এবং জাতীয় সঙ্গীতের মাধ‍্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

বিষয়:
এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!