ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ মার্চ) নিজের সরকারি বাসভবন গণভবনে একটি বিশেষ ক্যানসেলার ব্যবহার করে ১০ টাকার একটি স্মারক ডাকটিকিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডেটা কার্ড উন্মোচন করেন।
সোমবার থেকে ঢাকা ফিলাটেলিক ব্যুরো জিপিও থেকে স্ট্যাম্প, প্রথম দিনের কভার এবং ডেটা কার্ড বিক্রি করা হবে এবং পরবর্তীতে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসে পাওয়া যাবে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।