বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। দেশে খোলা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। রিটে সয়াবিনের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির আজ রোববার (৬ মার্চ) তিন আইনজীবীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়েছে।
অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবির গণমাধ্যমকে জানান, গেল ৩ মার্চ দেশের বাজারে খোলা বোতলজাত বৃদ্ধির ঘটনায় উচ্চ আদালতের নজরে আনা হয়। এ বিষয় আজ রোববার (৬ মার্চ) শুনানির দিনটি ধার্য করেন হাইর্কোট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমান্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ একটি পরিপূর্ণের আবেদন করার পরামর্শ দেন। তারই আলোকে আজ এই রিটটি করা হয়েছে।
উল্লেখ্য, সরকার গত মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮টাকা বৃদ্ধি করে। এতে করে খুচরা বাজারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তেলের দাম।