বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খানকে বয়কট ঘোষণা করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন।শনিবার (৫ মার্চ) চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সই করা এক প্রেস বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া কেউ এফডিসিতে প্রবেশ করতে পারেনি। যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্য অশোভন ও অপমানজনক। এই ঘটনার শিল্পী সমিতির “সদস্য” জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হয়েছে। তাই সকল সংগঠন এই সিদ্ধান্ত এসেছে যে, তার সঙ্গে ১৮ সংগঠনের কেউ কাজ করবে না। তাকে আনুষ্ঠানিকভাবে আজ থেকে বয়কট করা হলো।
বিবৃতিতে জানানো হয়, শনিবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন একত্বতা পোষণ করেন। সদ্য হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সকল সংগঠন বিস্তারিত আলোচনা করেন।
১৮ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বয়কটের আওতায় জায়েদ খানের কোনো সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।