বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগ এর লেখা ‘মুক্তিযুদ্ধে নবম সেক্টর’ বই এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবম সেক্টরের মুক্তিযোদ্ধাদের আয়োজনে শনিবার (৫মার্চ) সন্ধ্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুস সালাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্বাস উদ্দিন খান, সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বরিশালের প্রতিবেদক সুশান্ত ঘোষের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম বেগের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।
প্রধান অতিথির বক্তব্যে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আজ আমি বরিশাল সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসতে পেরেছি। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, রাজনীতি কিছু পাওয়ার জন্য। রাজনীতি হল মানুষের কল্যানের জন্য, সমাজের পরিবর্তনের জন্য।
এসময় তিনি বলেন, সোনার বাংলা গড়তে আগে সোনার মানুষ গড়তে হবে। বরিশালে এখন কোন চাঁদাবাজি, টেন্ডারবাজী নাই। বরিশালে এখন ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রান দিচ্ছে।
সভাপতির বক্তব্য মাহফুজ আলম বেগ বলেন , বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ি। তরুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আমি চিন্তা করেছি একটা বই লেখা দরকার। ৩ বছর ধরে এই বই লেখার কাজ সম্পন্ন করি।
উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলু, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা পরিমল ঘোষ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আলআমিন সরোয়ার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মিথুন সাহা,সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, জাহানার ইসরাঈল স্কুলের প্রিন্সিপাল মাহমুদ শেলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশাল জেলা আহবায়ক হাসান মাহমুদ বাবু, মহানগর আহবায়ক শেখ সাঈদ আহমেদ মান্না, সদস্য সচিব এহসান রাব্বি, যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন শাহীন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন প্রমুখ।