২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মো. আজিজুল হক রানা ওরফে শাহনেওয়াজ ওরফে রুমান।
মঙ্গলবার (১ মার্চ) রাজধানীর খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাজার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন পরিচয় দিত। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়তে হয়েছে।
বুধবার (২ মার্চ) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে জিহাদি বই, ২টি মোবাইল ফোন, পেনড্রাইভ ও কম্পিউটারের হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
তিনি বলেন, ২০০০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সফরসঙ্গীদের হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়াস্থ শেখ লুৎফর রহমান আদর্শ কলেজ মাঠে অবস্থিত সভামঞ্চের পাশে মাটির নিচে একটি ৪০ কেজি ওজনের বোমা ও হেলিপ্যাডের পাশে মাটির নিচে একটি ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখে।
তিনি বলেন, আমরা তাকে দীর্ঘ ২১ বছর পর ধরতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত জঙ্গি মুফতি হান্নানের সঙ্গে বোমা পুঁতে রাখার দায়িত্বে ছিল। ঘটনাটি প্রকাশ পেলে বোমা দুইটি উদ্ধারের পর আজিজুল হক রানা কোটালীপাড়া থেকে পালিয়ে ঢাকায় চলে আসে।