সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সততার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করা হবে। সোমবার প্রথম কর্মদিবসে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচনী মাঠ ছেড়ে দিলে হবে না। কষ্ট হলেও সবাইকে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে হবে। সততার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করা হবে। গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের।
রবিবার শপথ নেওয়ার পর আজ প্রথম কর্মদিবসে নির্বাচন ভবনে আসেন নতুন কমিশনের সদস্যরা। এদিন সকাল পৌনে ৯টার দিকে সিইসি কাজী হাবিবুল আউয়াল এসে উপস্থিত হন। এর পর ৯টা ৪১ মিনিটে আসেন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবীব খান।
পরে ইসি সচিব হুমায়ূন কবীর খোন্দকারের নেতৃত্বে নতুন কমিশনকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা।
কমিশনার বেগম রাশিদা সুলতানা আসেন ৯টা ৫০ মিনিটে। এর ১০ মিনিট পর এসে উপস্থিত হন আনিছুর রহমান। ১০টা ৪ মিনিটে আসেন মো. আলমগীর।
রবিবার বিকালে শপথ নেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন কমিশনার। এর আগের দিন শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই কমিশনের কার্যকাল পাঁচ বছর। সে হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচন তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।