রাশিয়া থেকে ইউরোপে এখন আর কোনো যাত্রীবাহী বিমান চলছে না বলে রাশিয়ার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। ইউরোপের অধিকাংশ এয়ারলাইন্স রাশিয়ায় বিমান পাঠাচ্ছে না। রাশিয়ার বিমানসংস্থাগুলিও আর ইউরোপে বিমান চালাচ্ছে না। এই অবস্থায় রাশিয়ায় যে মার্কিন নাগরিকরা আছেন, তাদের কমার্শিয়াল ফ্লাইটে করে মস্কো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এমনিতেই মার্কিন কোনো নাগরিককে আর রাশিয়ায় যেতে দেওয়া হচ্ছে না। এখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চাইছে, সে দেশে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বের করে আনতে।
রাশিয়া-ইউক্রেন সংঘাত যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই দূতাবাসের তরফে জানানো হয়েছে, কমার্শিয়াল ফ্লাইট এখনো চলছে। সেই ফ্লাইটে করেই মার্কিন নাগরিকরা যেন রাশিয়া ছেড়ে চলে যান।