রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমান এএন-২২৫ ম্রিয়া ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।রোববার এক টুইট বার্তায় এ তথ্য জানান কুলেবা।
রাশিয়া হয়তো আমাদের ম্রিয়া ধ্বংস করেছে, কিন্তু তারা কখনোই আমাদের একটি শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না।’ বলেন কুলেবা। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা জয়ী হব!’ দ্য হেরাল্ড।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি আন্তোনোভ যা হোস্টমেল নামে পরিচিত বিমানবন্দরে অবস্থিত ছিল। বৃহস্পতিবার পত্রিকাটি জানিয়েছে, বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ সেনারা।
ইউক্রেনীয় ভাষায় ম্রিয়া শব্দের অর্থ স্বপ্ন। ইউক্রেনীয় অ্যারোনটিকস কোম্পানি আন্তোনোভ ১৯৮৮ সালে বিমানটি তৈরি করেছিল। অর্থাৎ, সোভিয়েত ইউনিয়ন আমলের শেষ দিকে বিমানটি নির্মাণ করা হয়। ৩৪ বছর ওড়ার পর এবারের যুদ্ধে এটি ধ্বংস হলো।
এএন-২২৫ ম্রিয়া দৈর্ঘ্য ৮৪ মিটার, এবং প্রস্তে (উইংস্প্যান) ৮৮.৪ মিটার। ৬ ইঞ্জিন বিশিষ্ট দানবাকৃতির উড়োজাহাজটি প্রায় ৬৪০ টন ওজন নিয়ে উড়তে সক্ষম ছিল।