রুশ বাহিনীর অভিযান চতুর্থ দিনে গড়ালো। তাদের অগ্রযাত্রা ঠেকাতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। শনিবার কিয়েভের বিভিন্ন জায়গায় উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। এতে প্রাণ গেছে ৬ বছর বয়সী এক শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় ভারী বন্দুকযুদ্ধ হয়। ওই এলাকায় যুদ্ধের সময় ছয় বছরের এক ছেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ইউক্রেনের স্থানীয় একটি হাসপাতাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
কিয়েভের ওখমাদিত হাসপাতালের চিকিৎসক সের্হি বেরনিসুক বলেন, ‘আহতদের মধ্যে দুই কিশোর এবং তিনজন প্রাপ্ত বয়স্ক রয়েছে’।
চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছেন। দেশটির অধিকাংশ জায়গায় যুদ্ধ অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনও জানাতে পারেনি কিয়েভ।
এদিকে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে অস্ত্র সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে পশ্চিমাদেশগুলো। অবিলম্বে তা পাঠানোর চেষ্টা চলছে বলেও জানা রাষ্ট্রপ্রধানরা।