সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা বক্তব্য প্রচার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- আব্দুল হান্নান। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসির সিটি ইন্টেলিজেন্সস অ্যানালাইসিস বিভাগের আইএমএমসি টিমের সহকারী পুলিশ কমিশনার আরিফুল হোসেইন তুহিন জানান, গত কয়েক দিন অনলাইন মনিটরিংয়ে দেখা যায় অমর একুশে গ্রন্থমেলাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা তথ্য সম্বলিত পোস্ট প্রচার করছে হান্নান। তথ্য প্রযুক্তির সহায়তার এ ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে চট্টগ্রাম ভুজপুর থানার পূর্ব ভুজপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।