ইংলিশ চ্যানেলে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবাগ যাওয়ার একটি রুশ জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ফরাসি কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোকে জাহাজটি আটকের পর উত্তরাঞ্চলীয় বন্দর বুলোন-সুর-মেরতে পাঠানো হয়েছ।
শনিবার সকালে ফ্রান্সের সমুদ্র পুলিশ জাহাজটি আটকের কথা জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন এই খবর জানা গেলো।
ইংলিশ চ্যানেলে রাশিয়ার শহর সেন্ট পিটার্সবাগ যাওয়ার একটি রুশ জাহাজ আটক করেছে ফ্রান্সের নৌবাহিনী। ফরাসি কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আলোকে জাহাজটি আটকের পর উত্তরাঞ্চলীয় বন্দর বুলোন-সুর-মেরতে পাঠানো হয়েছ।
শনিবার সকালে ফ্রান্সের সমুদ্র পুলিশ জাহাজটি আটকের কথা জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন এই খবর জানা গেলো।
এক ফরাসি কর্মকর্তা বলেন, ১২৭ মিটার দীর্ঘ রুশ কার্গো জাহাজটির নাম ‘বাল্টিক লিডার’। এটি গাড়ি বহন করছিল। শুক্রবার মধ্যরাতে ইংলিশ চ্যানেলে ফ্রান্সের নৌবাহিনী এটিকে আটক করে।
ওই কর্মকর্তা আরও বলেন, ফ্রান্স সরকারের অনুরোধে এটিকে ফরাসি বন্দরে নেওয়া হয়েছে। সন্দেহ করা হচ্ছে মস্কোর বিরুদ্ধে জারি নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি কোম্পানির পণ্য এটি পরিবহন করছিল। জাহাজটিতে তল্লাশী চলছে।
তিনি আরও জানান, বাল্টিক লিডারের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে।
রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, জাহাজ আটকের বিষয়ে রাশিয়ায় নিযুক্ত ফরাসি দূতাবাসের কাছে ব্যাখ্যা চেয়েছে মস্কো।