জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসে ইউক্রেনে যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাশিয়ার নেতা পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার গুতেরেস ‘মানবতার খাতিরে এই যুদ্ধ থামানো’র আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের পর গুতেরেস বলেন, প্রেসিডেন্ট পুতিন, মানবতার খাতিরে সেনাদের রাশিয়ায় ফিরিয়ে আনুন।
তিনি আরও বলেন, একটি যুদ্ধের পরিণতি ইউক্রেনের জন্য ভয়াবহ এবং বিশ্ব অর্থনীতির জন্য অনেক দূর গড়াবে।