ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দনেৎস্ক অঞ্চলের ক্রামাতর্সকে হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্টের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও প্রতিবেদনটিতে বলা হয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।
তার দাবি, ইউক্রেনের স্থাপনা ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
এদিকে, ইউক্রেনের শহরে আক্রমণ চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তারা বলছে, দেশটির সেনা স্থাপনা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীর ওপর “হাই প্রেসিশন ওয়েপন” বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।