ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের তিন বছর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আদালত এ রায় দেন।
এদিন আসামিদের আদালতে তোলা হলে সকাল ১১টা ১৫ মিনিটে বিচারক শেখ নাজমুল আলম আদালতে রায় পড়া শুরু করেন।
২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন শেখ মো. ফানাফিল্যা। এর পর ডিআইজি মিজানুর রহমান ও খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
২০২০ সালের ১৮ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত। চলতি বছরের ২৪ জানুয়ারি যুক্তি উপস্থাপন শেষ হয়।
গত ১০ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণার জন্য ২৩ ফেব্রুযারি দিন ধার্য করেন।