যে গাছটি থেকে ঝড়ে পড়া আপেল দেখে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে থাকা সেই গাছটি ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঝড় “ইউনিস”-এর তাণ্ডবে উপড়ে গেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবরে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন জানান, এই গাছটি ১৯৫৪ সালে লাগানো হয়েছিল।
তিনি জানান, স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারে যে গাছটি ভূমিকা রেখেছিল, এই গাছটি সেই গাছ থেকে ক্লোন করা হয়েছিল।
বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে যে, তাদের কাছে গাছটির আরও একটি ক্লোন রয়েছে যা শিগগিরই বাগানের অন্য জায়গায় লাগানো হবে।
স্যামুয়েল ব্রোকিংটন জানান, মূল গাছটি লিঙ্কনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত। উনিশ শতকে ঝড়ে উপড়ে যাওয়ার পর গাছটি বেঁচে ছিল এবং সেটি গ্রাফটিং-এর মাধ্যমে বংশবিস্তার করা হয়েছে।
তিনি বলেন, “এটি একটি দুঃখজনক ক্ষতি। তবে ওই গাছ থেকে পাওয়া আরও আপেল গাছ আমাদের সংগ্রহে রয়েছে। আশা করছি এই আপেলের গাছ আমাদের সংগ্রহে থাকবে।”