দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের হোটেল ও কটেজ ভাড়ায় ৫০% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোটেল–কটেজ মালিক সমিতি। স্থানীয় প্রশাসনের অনুরোধে এবং পর্যটকদের কথা বিবেচনা করে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হোটেল-কটেজ মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।
তিনি জানান, দ্বীপটিতে প্রায় চার হাজার পর্যটক আটকা পড়েছেন। স্থানীয় প্রশাসনের নির্দেশ এবং আটকে পড়া পর্যটকদের কথা বিবেচনা করে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় পর্যটকদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া ৫০% ছাড় দিতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে জাহাজ চলাচল আবার শুরু হবে বলেও জানান তিনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, হঠাৎ জাহাজ বন্ধ হওয়ায় চার হাজার পর্যটক আটকা পড়লেও এ সংখ্যা আরও কমতে পারে। কারণ অনেক পর্যটকের নিজ উদ্যোগে সেন্টমার্টিন ত্যাগের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, রবিবার রাত সাড়ে ১০টার পর আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্ক সংকেত জারি করলে রাত ১১টায় সেন্টমার্টিন নৌপথের আটটি জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।