বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তির বছরব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী পর্ব অনুষ্ঠিত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

বরিশাল রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তির বছরব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারী সংগঠনের বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদসহ ১৮ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, সাংবাদিকরা সমাজের মেরুদণ্ড। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমরা সংশোধন হই,ভালো কাজ করি। আমাদের চারপুরুষের রাজনীতি। অামার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি আপনাদের সেবা করতে এসেছি। আমৃত্যু সেবা করতে চাই।

তিনি বলেন, সব বিষ‌য়ে আমার ন‌লেজ র‌য়ে‌ছে, কিন্তু এক্সপার্ট না। উন্নত রা‌ষ্ট্রের মত উন্নত প্রযু‌ক্তির নগরী গড়‌তে চা‌চ্ছি ব‌রিশাল‌কে। অ‌ফি‌সে আপনারা রেগুলার আমা‌কে পান না, আমার তো ৯টা থে‌কে ৫টা চাকরী না। ২৪ ঘন্টা ডিউ‌টি, রাস্তায় আমা‌কে পা‌বেন। আ‌মি নগরী‌তে ঘু‌রে সমস‌্যা দে‌খে সমাধান কর‌ছি, যেটা নগরবাসী দেখ‌ছে।

মেয়র ব‌লেন, আমার প্রতি ব‌রিশালবাসীর ভুল ধারণা ভাঙ‌ছে। সত‌্যকে তো দা‌বি‌য়ে রাখ‌তে পা‌রবে না। আমা‌কে স‌র্বোচ্চ বাধা দেওয়া হ‌চ্ছে, কিন্তু আ‌মি না‌ছোড়বান্দা। আ‌মি উন্নয়ন কাজ ক‌রে যা‌বোই। আ‌মরা প্রতি প্রতি‌হিংসার রাজনী‌তি ক‌রা হয়। আমার বিরু‌দ্ধে যারা ষড়যন্ত্র ক‌রে তা‌দের সা‌থে হা‌সিমু‌খে কথা ব‌লি।

মেয়র সবার প্রতি আহবান ক‌রেন ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জা‌তিক মাতৃভাষা দিব‌সে ‌যেন সক‌লে ব‌রিশাল কেন্দ্রীয় শহীদ মিনা‌রে বাসা থে‌কে খা‌লি পা‌য়ে এ‌সে শ্রদ্ধা জানানোর জন‌্য।

- বিজ্ঞাপন -

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবীব, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার ঘোষ পুতুল।

উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারের সঞ্চালনায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিথুন সাহা। বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক স্বপন খন্দকার,
সাবেক সাধারণ সম্পাদক কামাল মাছুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান, লেখক টুনু রাণী কর্মকার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহম্মেদ, এটিএন বাংলার ব্যুরো প্রধান, হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (গেরিলা), এ্যাডঃ তপন চক্রবর্তী, বরিশাল সিটি করপোরেশন কাউন্সিলর কহিনুর বেগম, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বরিশাল বিভাগীয় সমন্বয় কারী রফিকুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন নরওয়ে থেকে প্রকাশিত অনলাইন ভিত্তিক বাংলা নিউজ পোর্টাল সাময়িকী ডটকমেে প্রধান সম্পাদক ভায়োলেট হালদার, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, কোষাধ্যক্ষ বশির আহম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাসের হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল, সদস্য তন্ময় তপু, আবুল বাসার, জিয়াউর করিম মিনার, টিটু দাস, এন আমিন রাসেল, আরিফ সুমন, জহির রায়হান, আমিন শুভ, পান্নু মোল্লা প্রমূখ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!