১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য কোনো ধরনের নথির প্রয়োজন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধনে গিয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “সরকার সবাইকে টিকা দেওয়ার জন্য নথির প্রয়োজনীয়তা শিথিল করেছে। এখন টিকাকেন্দ্রেই সরাসরি নিবন্ধন করা যাবে।”
“এখন পর্যন্ত আমরা ১৭ কোটি ডোজ টিকা বিতরণ করেছি এবং আমাদের কাছে এখনও ১০ কোটি ডোজ টিকা মজুদ আছে। আমরা ইতোমধ্যে আমাদের লক্ষ্যমাত্রার ৮৫% জনসংখ্যাকে (১১ কোটি ৫৫ লাখ) টিকা দিয়েছি,” স্বাস্থ্যমন্ত্রী বলেন।
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে কোভিডে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ হাজার মানুষের মধ্যে ৮৫%-ই টিকাহীন ছিলেন। যাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিন্তু টিকা দেওয়া হয়েছিল তাদের মধ্যে সুস্থ হওয়ার হার বেশি।”