বাংলাদেশে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। রবিবার (৬ ফেব্রুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) নতুন ৩৭ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চের (আইসিডিডিআরবি) দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে জিআইএসএআইডি এ ফলাফল পেয়েছে।
সর্বশেষ ওমিক্রন শনাক্ত নমুনাগুলো প্রাভা হেলথের ল্যাবে পরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে সেগুলোকে বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবে জমা দেওয়া হয়।
১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়ে ফেরত দুই বাংলাদেশি নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়ে দেশে ফেরেন।
বিজ্ঞানীরা করোনাভাইরাস মহামারির এই ধরনটিকে সবচেয়ে বেশি সংক্রামক বলে ধারণা করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক গত ২১ জানুয়ারি জানান, বাংলাদেশে ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশনের ফলে ধীরে ধীরে এটি ডেল্টার জায়গা নিয়েছে।
ডিজিএইচএসের মুখপাত্র ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, ওমিক্রন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এটি আক্রান্তের লক্ষণগুলোর সঙ্গে মৌসুমি ফ্লুর মিল রয়েছে।
এদিকে, রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৮৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয় ৮,৩৪৫ জনের শরীরে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে।