ট্রাকচাপায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাসান হিমেল নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে জেলার কাশিয়াডাঙ্গা থানার বালিয়া থেকে আটক করা হয়। অভিযুক্ত চালকের নাম মো. টিটু মিয়া (৪২)। তার বাড়ি কাশিয়াডাঙ্গা থানার বালিয়ায়।
ট্রাকচালককে আটকে বিষয়টি নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, ট্রাকচালক টিটু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাসান হিমেল নিহত হয়। হিমেল রাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়ায়। বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি।
এদিকে হিমেলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একইসঙ্গে বুধবারের মধ্যে হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।