ব্যালে বালিকা নওগাঁর ইরা নেট দুনিয়ায় ভাইরাল

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

ফ্রিল্যান্সার জয়িতার ক্যামেরায় রাজু ভাস্কর্যের সামনে শূন্যে ভাসছে ইরা। তার এসব বেশকিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ছবিগুলোর মডেল নৃত্য শিল্পী “ইরা”। জীম, স্কেটিং, টেনিস ও ক্রিকেটে সমান পারদর্শী ইরা মূলত ব্যালে নাচের জন্যই পরিচিতি পাচ্ছেন নেট দুনিয়ায়। মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা ও অনুশীলন করে সাফল্য এনেছেন একের পর এক। সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

নওগাঁর মেয়ে মুবাশশীরা কামাল ইরার জন্মস্থান নওগাঁ সদর উপজেলায়। সেখানেই তার পড়াশুনা-অনুশীলন ও বেড়ে উঠা। ইরার বাবার নাম আবু হায়াত মোহম্মদ কামাল এবং মায়ের নাম ফাহমিদা কামাল। ইরা নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল থেকে এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫। এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছেন নওগাঁ সরকারী কলেজে। চার বোনের মধ্যে ইরা তৃতীয়। বড় দুই বোন এবং ছোট বোন আলাদা প্রতিভার অধিকারী।

মুবাশশীরা কামাল ইরা জানান, এটি একটি ইতালীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা করুণা এবং নির্ভুলতার দাবি করে। আন্দোলনের মাধ্যমে অভিব্যক্তি তৈরি করার জন্য জটিল, প্রবাহিত নিদর্শনগুলিতে সেট করা আনুষ্ঠানিক পদক্ষেপ এবং অঙ্গভঙ্গি ব্যবহার করে। নাচের এই ধরনকে বলে ব্যালে। ব্যালে-জিমন্যাস্টিকস মিলিয়ে পারফর্ম করেন তিনি।

ইরা বলেন, “নাচ আমার পছন্দের একটি অনুশীলন। ২০১৭ সালে ইউটিউব দেখে বাসাতেই এই ব্যালে নাচ শুরু করি। প্রথম দিকে অনেক কঠিন মনে হলেও এখন সবগুলো স্টেপ প্রায় আয়ত্ত হয়ে গেছে। নাচ নিয়ে দেশে এবং দেশের বাহিরে পড়াশুনা করার ইচ্ছে আছে। জানিনা আল্লাহ আমার কপালে কি রেখেছেন।”

- বিজ্ঞাপন -

ইরা’র মা ফাহমিদা কামাল বলেন, “মেয়ের নাচের প্রথম হাতেখড়ি নওগাঁ জেলা শিল্পকলা অ্যাকাডেমির শিক্ষক সুলতান মাহমুদের কাছে। এরপর ঢাকায় ভারতনাট্যমে নাচ শিখেছে। ২০২১ সাল থেকে ঢাকার সাধনার সঙ্গে কাজ করছে ইরা। প্রথম দিকে পরিবারের সহযোগিতা তেমন একটা না থাকলেও এখন সকলেই নাচের বিষয়ে সহযোগিতা করছে।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!