দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হতে যাচ্ছেন তেদরোস আধানম গেব্রিয়াসুস। সংস্থার নেতৃত্ব-সংক্রান্ত আনুষ্ঠানিক নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় মঙ্গলবার এ পদে একমাত্র প্রার্থী হিসেবে তাকে মনোনীত করে নির্বাহী বোর্ড। খবর এএফপির।
অন্য প্রার্থী না থাকায় তার আবারও এ সংস্থার প্রধান হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। সংস্থার মহাপরিচালক বেছে নিতে মে মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ পদে প্রার্থী মনোনীত করার জন্য মঙ্গলবার এ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন। একে একমাত্র প্রার্থী হিসেবে গেব্রিয়াসুসের মনোনয়ন অনুমোদন পায়।
প্রসঙ্গত, প্রথম আফ্রিকান হিসেবে ২০১৭ সালে ডব্লিউএইচওর মহাপরিচালক নির্বাচিত হন তেদরোস।