কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রন্সের কাছ থেকে আরও ২১ লাখ ২৬ হাজার ১০০ ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা টিকা পেয়েছে বাংলাদেশ।
সোমবার (২৪ জানুয়ারি) এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছেছে।
এটি ছিল ফ্রান্সের কাছ বাংলাদেশে আসা টিকার তৃতীয় চালান। এর মাধ্যমে ফ্রান্সের কাছ থেকে ৫৩ লাখ ৮০ হাজার ডোজের টিকা পেয়েছে বাংলাদেশ।
এর আগে গত ২৯ নভেম্বর কোভ্যাক্স সুবিধার আওতায় ফ্রান্সের কাছ থেকে ২০ লাখ ৬০ হাজার ডোজের অ্যাস্ট্রাজেনেকা টিকা পায় বাংলাদেশ। এরপর গত ১৯ ডিসেম্বর ফ্রান্স সরকারের কাছ থেকে আরও ১১ লাখ ৯৭ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছিল বাংলাদেশ।