বিদেশে লবিস্ট নিয়োগ করা নিয়ে বিএনপিকে জড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি যা করে, তা দেশ ও গণতন্ত্রের স্বার্থে করে থাকে। বিএনপি বিদেশে কোনো লবিস্ট নিয়োগ করেনি। পররাষ্ট্রমন্ত্রী অসত্য কথা বলেছেন।’
মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
এর আগে সকালে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি বিদেশে লবিস্ট নিয়োগ করেছে দেশের ক্ষতির জন্য, পক্ষান্তরে গুড গভর্নেন্সের জন্য এবং দেশের পজিটিভ ইমেজগুলো তুলে ধরার জন্য আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে।’
এর আগে সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তগুলো নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেন ফখরুল। তিনি বলেন, ‘বৈঠকে সংসদে নির্বাচন কমিশন বিল-২০২২ উত্থাপনের বিষয়ে আলোচনা হয়। বিএনপি মনে করে যেহেতু এই সংসদ জনগণের ভোটে বৈধভাবে নির্বাচিত নয় সেহেতু এই সংসদের কোনো নৈতিক এখতিয়ার নেই এই ধরনের কোনো আইন প্রণয়নের।’
ফখরুল বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি মনে করে গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা আওয়ামী লীগের জনগণের সঙ্গে প্রতারণা করে আর একটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নীলনকশা মাত্র। তাছাড়া বিএনপি মনে করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনও নির্বাচন কমিশনই অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সফল হবে না যদি না নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়।’