নাইজেরিয়ায় প্রতিশোধ নিতে কমপক্ষে ২০০ গ্রামবাসীকে হত্যা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রতিশোধ নিতে কমপক্ষে দুইশ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। সম্প্রতি জামফারা রাজ্যে জঙ্গিদের আস্তনায় সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এই প্রতিশোধ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। রবিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

শনিবার গণদাফনের আয়োজন করার পর গ্রামবাসীরা ফিরে আসেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।

উম্মারু মাকেরি সেখানকার এক বাসিন্দা। বন্দুকধারী দস্যুদের হামলায় তার স্ত্রীসহ তিন সন্তান নিহত হন। তিনি বলেন, ১৫৪ জন মানুষকে দাফন করা হয়েছে। তবে অনেক গ্রামবাসী বলছেন, সব মিলিয়ে প্রায় দুইশজনকে হত্যা করেছে হামলাকারীরা। বলরবে আলহাজী স্থানীয় কমিউনিটর নেতা। দস্যুদের তাণ্ডবে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় নিহত ১৪৩ জনকে দাফন করেছি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারী। ১০টি গ্রামে এলোপাতাড়ি তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

- বিজ্ঞাপন -

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!