বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ কয়েক দিন ধরে অব্যাহতভাবে বাড়ছে। সাড়ে তিন মাস পর গত এক দিনে শনাক্তের হার পাঁচ শংতাংশ ছাড়িয়েছে। গত এক দিনে ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন, যাতে শনাক্তের হার ৫.৬৭ শতাংশ।
এর আগে গেল বছরের ২১ সেপ্টেম্বর সাড়ে ছয় মাস পর বাংলাদেশে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের হার পাঁচের নিচে নামে। সেদিন করোনা শনাক্ত হয় ১ হাজার ৫৬২ জনের, যাতে শনাক্তের হার ছিল ৪.৬৯ শতাংশ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১ হাজার ১৪৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৬৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ১৭০ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন একজন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ৯৮ জনের।