ঢাকা উত্তরার খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত চন্ডালবুক মানিক বস্তিতে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, বস্তিতে সুরুজ মিয়ার ঘরে অগ্নি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আগুনের সংবাদ পায় ভোর রাত ৪টা ২০ মিনিটে। দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। দুই কক্ষ বিশিষ্ট একটি টিনশেড ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ৪০ মিনিটে।
এ অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নি দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের নাম মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। মৃতদেহ এসআই ওয়াজিউর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।