স্বামী ও সন্তানকে জিম্মি করে কক্সবাজারে পর্যটক এক নারীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। তার নাম মেহেদী হাসান বাবু।
সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের ঘোনারপাড়ার পাহাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর ওই ধর্ষণের ঘটনার মামলায় নাম উল্লেখ করা চার আসামির সবাইকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত বছরের ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে সেদিন রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামে একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব-১৫।
ঘটনার পরদিন ওই নারীর স্বামী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও তিন জনসহ মোট সাতজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন।
মামলায় নাম উল্লেখ করা চার আসামি হলেন কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। পরে একে একে মামলার সব আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন।