চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সারা দেশের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর শতভাগ পাশের হার ৫ হাজার ৪৯৪টি প্রতিষ্ঠানে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮%। গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০.৭১% গতবার ছিল ৮২.৮৭%।
শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩.৫৮%। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। ৯টি শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষার পাসের হার ৯৪.০৮%। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.২%।
শিক্ষার্থীরা এসএমএস এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।
এছাড়া, এসএমএস-এর মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ, SSC DHA 112233 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।