ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার ষষ্ঠ দিনেও নদী থেকে আরো দু্ইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ৪৪ জনের লাশ উদ্ধার হলো।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে প্রথমে এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার বয়স ৪০ বছর। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে আরো এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
দুটি লাশের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এবং বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে। মৃতদেহ দুটির শরীরের আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’