করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন ভারতে খুব দ্রুত ছড়াচ্ছে । ইতোমধ্যে দেশে অমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেশি। এরপরের তালিকায় রয়েছে তেলেঙ্গানা, কর্ণাটক, রাজস্থান, কেরালা ও গুজরাটে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অমিক্রনে আক্রান্তের সংখ্যা দুই থেকে তিন দিনের মধ্যে দ্বিগুণ হয়ে যাচ্ছে।
সংক্রমণের ক্ষমতার ক্ষেত্রে ডেলটা প্লাসের চেয়ে শক্তিশালী অমিক্রন ইতোমধ্যেই বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে রোগীকে কাবু করার ক্ষমতা কতখানি, সে নিয়ে বিশেষজ্ঞরা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না।