আগামী ২৩ ডিসেম্বরের পর যে কোনো দিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইতোমধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে। পাশাপাশি এ সংক্রান্ত আনুষ্ঠানিকতার জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘২৩ ডিসেম্বর থেকে যে কোনো দিন ফলপ্রকাশের ব্যাপারে আমরা প্রস্তুত আছি। মন্ত্রণালয় এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত জানালে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার। এর পরে দুদিন সাপ্তাহিক ছুটি। এ কারণে ২৬ ডিসেম্বর বা এরপরে ফলপ্রকাশের তারিখ নির্ধারিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে গোটা বিষয়ই প্রধানমন্ত্রীর সময়নির্ধারণের ওপর নির্ভর করছে। কেননা, ফলাফলের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের রেওয়াজ আছে। এ পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।