বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে গত রাতে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালের কর্মীরাই কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুনে কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে হৃদরোগে আক্রান্ত এক নারীর এ ঘটনার সময় মৃত্যু হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে গত রাতে আগুন লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হাসপাতালের কর্মীরাই কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন। আগুনে কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি। তবে হৃদরোগে আক্রান্ত এক নারীর এ ঘটনার সময় মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টার পরে আমি হাসপাতালে নিয়মিত রোগী ভিজিটে ছিলাম। তখন সিসিইউতে হঠাৎ শর্ট সার্কিটে আগুন লেগে যায়। আমি নিজে সেখানে থেকে রোগীদের সরিয়ে নেই।’
পরিচালক জানান, অগ্নিনির্বাপণে হাসপাতালের প্রশিক্ষিত কর্মীদের প্রচেষ্টায় তাত্ক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার পরও ওই ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আমি ফায়ার সার্ভিসে খবর দিই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করি।
প্রশ্নের জবাবে ডা. সাইফুল বলেন, ‘অক্সিজেন লাইনে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। যাঁরা বলছেন তাঁরা না জেনে বলছেন। আমি হাসপাতালে তখন ভিজিটে ছিলাম। রোগীদের হুড়োহুড়ির সময়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তা আতঙ্কে বলে মনে হয় না। ওই রোগী আগেই গুরুতর অসুস্থ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।’
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন হাসপাতালের কর্মীরাই। ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।