বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের শরীরে।
রবিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৪১৯ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ১৭ হাজার ৬১৬ জনে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে চার লাখ ৯৯ হাজার ৩৮৫ জনের। মোট শনাক্তের সংখ্যা ২৬ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৬২২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৪১৪ জন। মারা গেছে ৪৪৬ জন। গত এক দিনে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। মারা গেছে এক হাজার ১৭১ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৩০ হাজার ২৮৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩ জন, মারা গেছে ১৩২ জন। ফ্রান্সে শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৭২০ জন, মারা গেছে ৬৫ জন। জার্মানিতে শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৫৪২ জন, মারা গেছে ২৭৭ জন। ইউক্রেনে শনাক্ত হয়েছে ১০ হাজার ১৩৩ জন, মারা গেছে ৪৪৬ জন।