নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বাড়িটি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচজনকে।
র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে বাড়িটি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি) জব্দ করা হয়। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
আস্তানাটিতে আরও কোনো বিস্ফোরক দ্রব্য আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। পরে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবে এলিট ফোর্সটি।