সিলেটের হবিগঞ্জের চৌধুরীবাজার এলাকার অর্ধশতাব্দী পুরাতন সার্বজনীন পূজা মণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরীফসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আজ শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন তাকে আটক করে। বর্তমানে ওই যুবককে হবিগঞ্জ সদর মডেল থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম মিজান (২৫) এবং বাড়ি নোয়াখালী বলে জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে ওই যুবক চৌধুরী বাজার সার্বজনীন পূজা মণ্ডপের আশপাশ ঘোরাফেরা করছিল। এ সময় সেখানকার কয়েকজন লোক সন্দেহজনকভাবে তাকে নজরে রাখে। এক পর্যায়ে ওই যুবক মণ্ডপের পেছন দিকে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগে পবিত্র কোরআন শরীফ পাওয়া যায়।
খবর পেয়ে চৌধুরীবাজার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, ইন্সপেক্টর তদন্ত দৌস মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই যুবককে আটক সদর মডেল থানায় নিয়ে গেছে।
ওসি মাসুক আলী জানান, ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ওই এলাকায় ৭০% হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে।