বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন ২৩৪ জন রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে।
এর আগে শনিবার ১৫১ জন শনাক্ত হয়েছিলো, যা গত ১৯ মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। দেশে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পরের মাসটির ওই দিনটিতে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল।
এছাড়া একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৯২৬ জন। গতকালও ৪ জন মৃত্যুর খরব দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ৬ নভেম্বর ১ জনের মৃত্যু হয়েছিল। যা গত দেড় বছরে মধ্যে সর্বনিন্ম। এর আগে ২০২০ সালের ৫ মে ১ জনের মৃত্যুর খরব দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসার ধারায় সংক্রমণ ও মৃত্যু নেমে এসেছে গত বছরের এপ্রিল-মে মাসের পর্যায়ে। দেশে ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫১৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন। সুস্থ হয়েছেন আরো ২২৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন। দেশে সাড়ে ছয় মাস পর দৈনিক শনাক্তের হার গত ২১ সেপ্টেম্বর ৫ শতাংশের নিচে নামে। জুলাই মাসে তা ৩০ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।