বাংলাদেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে শুধু ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি সাত বিভাগে কোনো মৃত্যু নেই করোনায়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৩৭ জন, যাতে শনাক্তের হার ১.২১ শতাংশ।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫৪৪ জনের। এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৯১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে যিনি মারা গেছেন তিনি একজন নারী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৯০৭ জনের।
এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৩১ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।