বগুড়ায় শহীদ জিয়াউর রহমান হাসপাতালে বকশিস কম পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়ায় এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম বিকাশ চন্দ্র দাস (১৮)। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার শিয়ালকুন্ডি গ্রামের বিশু দাসের ছেলে।
মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে।
রোগীর স্বজনরা জানান মাথায় গুরুতর জখম নিয়ে মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয় অষ্টম শ্রেনীর ছাত্র বিকাশকে। গাইবান্ধার সাঘাটা উপজেলার থেকে আসা রোগীকে অক্সিজেন দেয়ার জন্য কর্মচারীরা ২০০ টাকা দাবী করে।দেড়শ টাকা দেয়ার পর বাকি টাকা না পেয়ে কিছুখন পর অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এর অল্প সময়ের মধ্যে বিকাশের মৃত্যু হয় বলে দাবী করেন নিহত বিকাশের স্বজনরা।
এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের উপ-পরিচালক ড: আব্দুল ওয়াদুদ জানান, তদন্ত কমিটিেকে ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।