পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের একটি খড় ও কাঠের তৈরি ক্লাসরুমে আগুন লেগে পাঁচ থেকে ছয় বছর বয়সী অন্তত ২৬ জন শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে মারাদি অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এর আগে সাত মাস আগে দেশটির রাজধানী নিয়ামেইতেও একই ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে মারাদি শহরের মেয়র চাইবো আবুবাকার বলেছেন, “এখন পর্যন্ত ২৬ জন মারা যাওয়ার খবর পেয়েছি। আহত হয়েছেন আরও ১৩ জন তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।”
বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে নাইজার একটি। খড় ও কাঠ দিয়ে কাসরুম তৈরি করে স্কুল ভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করছে দেশটি। সেখানে শিশুরা কখনও কখনও মাটিতে বসেও ক্লাস করে।
এর আগে এপ্রিলে নিয়ামির শ্রমিক শ্রেণীর একটি জেলায় স্কুলে আগুন লেগে ২০ জন শিশুর মৃত্যু হয়।
এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, “এই মর্মান্তিক ঘটনাটি নাইজেরিয়ান জনগণকে আবারও শোকের মধ্যে ফেলেছে। এখন থেকে সারাদেশে খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম নিষিদ্ধ করা হবে।”