হঠাৎ করে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে এসে প্রায় ২০ হাজার পর্যটক আটকা পড়েছেন।গণপরিবহন বন্ধ থাকায় তারা নিজ গন্তব্যে ফিরতে পারেননি। এমতাবস্থায় পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারে বেড়াতে এসে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার পর্যটক। যার ফলে বড় ধরনের ক্ষতিরমুখে পড়েছেন পর্যটকরা। সে বিবেচনায় নিজস্ব পরিবহনে পর্যটকদের ঢাকার উদ্দেশে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।
তিনি আরও জানান, ইতোমধ্যে পুলিশের বিভিন্ন ইউনিটের মাধ্যমে এ খবর পর্যটকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হয়তো বিকেল থেকেই এ কার্যক্রম শুরু হবে। তবে এ বাসগুলোতে কোনো ভাড়ার প্রয়োজন হবে না।