প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের নির্ধারিত দিন ছিল বৃহস্পতিবার (২৮ অক্টোবর)। এদিন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জনকে করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আর প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৬৬২ জন। এদিন সব মিলিয়ে দেওয়া হয়েছে ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
দেশে মোট ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯৮১ ডোজ দেওয়া হয়েছে। এখন মজুত আছে ৮৯ লাখ ৭৯ হাজার ৪৩৯ ডোজ টিকা।
মহামারিতে এখন পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭৩ জনকে প্রথম ডোজ এবং ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।