পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পর হনুমানের গদা কাঁধে নিয়ে ঘুরছিল ইকবাল। কিছুক্ষণ পর গদাটি আর দেখা যায় না। এরপর মাজারে যায় সে। গদাটি পুকুরে ফেলে দিয়েছে বলে জানায় ইকবাল।
রোববার (২৪ অক্টোবর) রাতে নানুয়ার দারোগা বাড়ি মাজার পুকুরে ইকবালকে সঙ্গে নিয়ে যায় পুলিশ। ডুবুরি দল অভিযানে নামে। রাত প্রায় ১১টার দিকে হনুমানের গদাটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ডিবি পুলিশ পরিদর্শক পরিমল দাস।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের করা মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। রোববার কেন্দ্রীয়ভাবে এ নির্দেশনা আসে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ এ কথা নিশ্চিত করেন।
এ মামলায় চার আসামির সাত দিনের রিমান্ড চলছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ার দিঘির পাড়ের একটি অস্থায়ী পূজামণ্ডপে হনুমানের মূর্তির কোলের ওপর পবিত্র কোরআন শরিফ রাখা নিয়ে দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়ে।